তফসিল ঘিরে নাশকতা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন।

0
63

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যকোনো ধরনের নাশকতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকেল থেকে জেলার প্রধান প্রধান সড়কগুলোতে টহল দেয়ার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। এছাড়া বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই নি প্লাটুন বিজিবি মোতায়েন আছে।

বিকেল থেকে বিজিবির টহলও বাড়ানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল পরবর্তী নাশকতার আশঙ্কায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুরো জেলায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল বাড়ানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্কঅবস্থানে আছে। কাউকেই বিশৃক্সখলা করতে দেওয়া হবে না।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, অবরোধ ঘিরে আগে থেকেই তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here