তফসিল ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের আনন্দ মিছিল

0
65

২০২৪ সালের ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিলকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওমীলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মটর সাইকেল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতীর উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করার জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করেছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা দায়রা ও জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড. শাহানুর ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সিরাজুল ইসলাম ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন প্রমূখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here