ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে নৌকা প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগে সতন্ত্র প্রার্থীর সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে জরিমানা করে আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন।
বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আওলিয়া বাজার এলাকায় নৌকা প্রতীকের ঝুলন্ত পোস্টার কাঁচি মার্কার সমর্থকের একটি পিকআপ গাড়ি থেকে ক্ষতিসাধন করার অপরাধে সংশ্লিষ্ট গাড়ির কাঁচি মার্কার সমর্থককে ৭(২) ধারা লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। সংশ্লিষ্ট প্রার্থী ভবিষ্যতে আচরণবিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিজয়নগর উপজেলার অফিসার ইন চার্জসহ পুলিশ বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।