আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচকে পেতে চায় রিয়াল

0
38

আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে রূপকথার মতন করে বিশ্বকাপ জিতিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু হঠাৎ কী এমন হলো নিজ থেকেই তিনি পদ ছাড়তে চাচ্ছেন। তাও ব্রাজিলের মাটিতে তাদের হারানোর পর। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। তাই তিনি কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।

আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিতেই নড়েচড়ে বসেছে অনেক নামীদামী ক্লাব। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচকে নিজেদের ডাগআউটে পেতে চায় তারা। এ তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবও। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আছেন কার্লো আনচেলত্তি। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হওয়ার কথা তার। তাই তার জায়গায় ভালো মানের একজন কোচ খুঁজছে লস ব্লাঙ্কোসরা। স্পোর্ত জানাচ্ছে, এরইমধ্যে বার্নাব্যুতে আনার জন্য স্কালোনির সঙ্গে আলোচনা চালিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

স্কালোনি ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি। আকাশি-সাদা দলের দায়িত্ব নিয়ে মেসিকে জাতীয় দলে ফেরাতে হয়েছে তার। প্রথমত তিনি অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন। সেখান থেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন নিজেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here