যাত্রীবাহি ট্রেনের সিডিউল বিপর্যয় ভোগান্তিতে যাত্রীরা।
৪০০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্থ
ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় পূর্বাঞ্চল রেলওয়েতে মারাত্মক সিডিউল বিপর্যয় ঘটেছে। প্রায় সবকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বে চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিভাগীয় রেলওয়ে। সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার ট্রেনের সবশেষ বগিটির চারটি চাকা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় আপ লাইনে ট্রেন চলাচল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৪০০ মিটার রেললাইন ও স্লিপার। ভেঙে যায় ফিসপ্লেট। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে রেলওয়ের কারিগরি দল।

তবে ট্রেন দুর্ঘটনার কারণে এক লাইনে ট্রের চালানোর ফলে মারাত্মক সিডিউল বিপর্যয় ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস এবং সোয়া দুই ঘণ্টা বিলম্বে চট্টগ্রামগামী মহানগর ও ঢাকাগামী কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে। এতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।
তিতাস কমিউটারের ট্রেনের যাত্রী মো. ইকরাম হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মেথিকান্দা যাবো ট্রেনের সময় ঠিক না থাকার কারণে আমরা সঠিক সময়ে গন্তব্য পৌছাতে পারছিনা।
ঢাকা থেকে সিলেট গামী জয়ন্তিকা এক্সপ্রেসের ট্রেনের যাত্রী মো, আমিন জানান, সকাল থেকে কনটেইনার ট্রেন দুর্ঘটনার কবলে পরে যাওয়ার পর থেকে কোন ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে সঠিক সময়ে যাচ্ছেনা। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে যাওয়ার কারণে আমরা বিপাকে পড়েছি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার জসিম উদ্দিন জানান, আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনের সিডিউল বিপর্যয় কাটবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার।
আখাউড়া রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, সকালে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪০০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন এবং স্লিপার পরিবর্তন শেষে উদ্দারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত কনটেইনার ট্রেনটি সরিয়ে নেবে বলে জানালেন রেলওয়ের এ কর্মকর্তা।
ঢাকা বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান সাজিদুল ইসলাম এদিকে দুর্ঘটনা কারণ অনুসন্ধানে রেলওয়ের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে- তার সবগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।
আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ সন্ধ্যা নাগাদ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।